বাংলাদেশসহ ভারত মহাসাগরের ১১টি দেশের ব্লু-ইকোনো‌মি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সমুদ্র শিক্ষা প্রসারসহ অন্যান্য বিষয়ে অর্থায়ন করা হবে। প্যারিসে গত ২৫ থেকে ২৮ জুন  ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশনের নির্বাহী কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম বৈঠকে অংশ নেন। আইওসিআইএনডিওর সদস্য রাষ্ট্র হচ্ছে ১১টি। ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশনের অধীনে আইওসিআইএনডিওর কার্যক্রম পরিচালিত হয়।

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশন রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেনের (আইওসিআইএনডিও) ২০২১ সাল থেকে নির্বাচিত চেয়ার।

খোরশেদ আলমের মেয়াদে আইওসিআইএনডিওর ১১টি বৈঠক করেছেন এবং সংস্থাটিকে ভারত মহাসাগরের জন্য সাব-কমিশন হিসেবে উন্নীত করার প্রস্তাব দিলে ২০২৩ সালে ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশন সেটি অনুমোদন দেয়।

এনআই/এসএসএইচ