চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০-১২ জন। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি বাস। বাসটি ফকিরহাট এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ৪ জন। ফায়ার সার্ভিস গিয়ে সেখান থেকে একজনের মরদেহ এবং আহতদের উদ্ধার করে।

এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, সকাল ৯টা ৬ মিনিটের সময় আমাদের কাছে সড়ক দুর্ঘটনার খবর আসে। দ্রুত গিয়ে সেখান থেকে হতাহতদের উদ্ধার করি। এখন আমরা গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিচ্ছি।

আরএমএন/পিএইচ