রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে আব্দুল আহাদ (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার খোকন মিয়ার ছেলে ছিল। ডেমরার মুসলিমনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

শিশু আহাদের চাচা আবুল হোসেন জানায়, কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে আহাদ ডুবে যায়। পরে অন্যান্য শিশুদের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পারি, বৃষ্টিতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়ে ডুবে শিশুটি মারা যায়।

এসএএ/পিএইচ