রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে অবস্থিত রামচন্দ্রপুর খাল একসময় আপন মহিমায় বহমান ছিল। কিন্তু সময়ের ব্যবধানে এখন তা বিলীনের মুখে। দখলের কবলে পড়ে রামচমদ্রপুর খাল এখন পরিণত হয়েছে ছোট্ট নালায়।

বৃহস্পতিবার (২৭ জুন) সাদিক অ্যাগ্রোতে গিয়ে দেখা যায়, খালের একাংশ দখল করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। অ্যাগ্রোর পেছনের দিকের ছোট্ট নালাটি মনে করিয়ে দিচ্ছে খালটির কথা। অবৈধ দখলের মাধ্যমে খালটি ভরাট করায় সামান্য বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।

কথা হয় স্থানীয় বাসিন্দা একরামুলের সঙ্গে। তিনি বলেন, একসময় এই খাল বেশ বড় ছিল। কিন্তু দখল করতে করতে আর কিছুই বাকি নেই। এখন বৃষ্টিবাদল হলেই আশপাশে পানি জমে যায়।

শুধু সাদিক অ্যাগ্রোই নয়, খালটি অবৈধভাবে দখল ও ভরাট করেছে আরও অনেকে। ফলে রামচন্দ্রপুর খাল এখন অনেকটাই বিলীন।

এদিকে, অবৈধ দখলদারিত্ব ও খাল পুনরুদ্ধার করতে সাদিক অ্যাগ্রোতে আজ অভিযান চালাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ খবরে সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ ইতোমধ্যে খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা সরিয়ে নিয়েছে।

ওএফএ/এসএসএইচ