ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন যোগ দেওয়া ৮৫ কর্মকর্তাকে বরণ করে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (২৬ জুন) রাজউক অডিটরিয়ামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) বলেন, শুদ্ধাচার, সততা, উদ্ভাবন, সহযোগিতা এই মূল্যবোধগুলো পাথেয় করে আপনারা কর্মজীবনে এগিয়ে যাবেন। এই মূল্যবোধগুলোকে ধরে রাখা নিশ্চিত করে যে আমরা দৈনন্দিন কাজে সর্বোচ্চ মান বজায় রাখি। আজ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একজন গর্বিত সদস্য হিসেবে আপনারা এই নীতি ও মূল্যবোধগুলো আপনাদের দৈনন্দিন কার্যকলাপে মূর্ত করে তুলবেন আমি সেই প্রত্যাশা করি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন প্রমুখ।

এএসএস/এমজে