চিকিৎসক খুনের মামলায় কারাগারে গ্যাং লিডার নিশান
চট্টগ্রামের আলোচিত কোরবান আলী হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আত্মসমর্পণকারী আসামিরা হলেন- গোলাম রসুল ওরফে নিশান ও আরিফুল্লাহ রাজু। তাদের মধ্যে গোলাম রসুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি। চট্টগ্রামে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। যদিও স্থানীয়ভাবে তিনি কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবদুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, খুনের মামলার দুই আসামি উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছিলেন। এরপর আজ (বুধবার) তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেছেন।
জানা গেছে, গত ৫ এপ্রিল নগরের আকবরশাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে ৯৯৯ নম্বরে কল করেন ডা. কোরবানের ছেলে আলী রেজা রানা। এ ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রানাকে মারধর করতে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন চিকিৎসক কোরবান আলী।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিকিৎসক কোরবান আলীর সঙ্গে কয়েকজনের হাতাহাতি হয়। একপর্যায়ে একটি ইট তার শরীরে লাগে। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর তার মৃত্যু হয়।
এমআর/এমজে