কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তি‌নি বর্তমান হাইক‌মিশনার তারেক মো. আরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২৬ জুন ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিসিএস ২০তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আন্দালিব ইলিয়াস পেশাদার কূটনৈতিক হিসেবে জেনেভা এবং নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তি‌নি ম্যানিলা ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

আন্দালিব ইলিয়াস পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগ এবং পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উইংয়ের মহাপ‌রিচালক ছি‌লেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

পেশাদার এ কূটনীতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন ক‌রেন।

এনআই/পিএইচ