ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা অর্পণ করেছেন। এসময় তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

বুধবার (২৬ জুন) ভূমি আপিল বোর্ডের প্রশাসন শাখা প্রধান নীলিমা রায়হানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের সদস্য মো. সাইফুল্লাহ পান্না ও আহমেদ ফয়সাল ইমাম।

গত ২০ জুন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুহম্মদ ইবরাহিম যোগদান করেন। ভূমি আপিল বোর্ডে যোগদানের আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পিএইচ