যাবজ্জীবন সাজা এড়াতে ১২ বছর পলাতক, গ্রেপ্তার র্যাবের হাতে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান বাপ্পিকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ জুন) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ঢুলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার আসাদুজ্জামান কুমিল্লার কোতোয়ালি থানার কাটাবিল চকবাজার এলাকার শফিকুর রহমান মাস্টারের ছেলে।
র্যাব জানায়, ২০১২ সালের ৪ জুলাই চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয় আসাদুজ্জামান। এরপর থানায় মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, জামিনে মুক্ত হওয়ার পর থেকে ১২ বছর ধরে পলাতক ছিলেন আসামি আসাদুজ্জামান। মঙ্গলবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/জেডএস