দুর্নীতি প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে বিবৃতির মাধ্যমে পুলিশের পক্ষ থেকে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের পাহাড় নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ না করার জন্য গণমাধ্যমে পাঠানো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠির প্রতিক্রিয়ায় এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সোমবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশের দুর্নীতি প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে দোষারোপ করা মানে পরোক্ষভাবে হুমকি দেওয়া। পুলিশের সদস্যরা ধরাকে সরা জ্ঞান করে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়বে। আর গণমাধ্যম তা প্রকাশ করলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটা মামা বাড়ির আবদার! 

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার বাংলাদেশের সংবিধান স্বীকৃত। যে কোনো ধরনের হুমকিকে উপেক্ষা করে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশে সাহসী ভূমিকা পালনে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

জেইউ/এমজে