চীনের সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৪ জুন) মিরপুর ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানছাও ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

শিক্ষা সামগ্রী বিতরণকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, আজকে আমরা যে এলাকায় এসেছি, সেখানে সাবমারসিবল পাম্প বসানোর কথা বলেছিলাম। এজন্য এখানকার সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখানে পাম্প বসিয়েছেন। এই এলাকায় সড়কবাতির জন্য ছয় কোটি টাকা বাজেট পাশ করে দিয়েছি। খুব দ্রুতই লাইট বসবে। এছাড়া, বস্তি উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। ইউএনডিপির সঙ্গে একত্রিতভাবে কাজগুলো করতে চাই। 

বর্তমান আবহাওয়া ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজনন বাড়ায় উল্লেখ করে ডিএনসিসির মেয়র বলেন, বর্তমানে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। এই আবহাওয়া এডিস মশার প্রজনন বৃদ্ধির জন্য আদর্শ। তাই নগরবাসীকে অনুরোধ করব... কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।

এএসএস/কেএ