শ্রমিকদের দাবির ওপর মালিকদের শ্রদ্ধাশীল হতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (২৪ জুন) শ্রম ভবনে আয়োজিত এক ত্রিপাক্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।
                                                                                                                 
সভায় প্রতিমন্ত্রী ঈদ পূর্ববর্তী সময়ে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব ধরনের দাবি নিরসনে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক উভয়কেই একে অপরের স্বার্থরক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবির ওপর মালিক পক্ষের শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক একইভাবে শ্রমিক পক্ষকেও মালিক এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) এই বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা (ব্যবস্থাপনা) আইন-২০২৪ এর খসড়া নিয়ে শ্রমিক, মালিক এবং সরকার পক্ষের মধ্যে আলোচনা করা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফএ/কেএ