বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
আষাঢ়ের আকাশে হঠাৎ করেই বৃষ্টি নামা খুব স্বাভাবিক হলেও গত দুদিনে বৃষ্টির দেখা নেই। যেন জ্যৈষ্ঠের দাবদাহ চলছে রাজধানীসহ দেশজুড়ে। ফলে অতিরিক্ত গরমে অনেকটাই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (২৩ জুন) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস
আগামীকাল মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল ময়মনসিংহ ও বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পিএইচ