ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের আশপাশে দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি। পাশাপাশি এ কমিটি কারওয়ান বাজার মালিক সমিতির সঙ্গেও সমন্বয় করবে।

শনিবার (২২ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটি গঠন করে দেন।

সচিব আকরামুজ্জামান জানান, তিন সদস্যের কমিটিতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ সেলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিএসসিসির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা ফারুক আলম এবং ডিএসসিসির সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মিজানুর রহমান।

এএসএস/এসএসএইচ