চট্টগ্রামে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপকে পিটিয়ে মারল স্থানীয়রা
চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেলস ভাইপার সন্দেহে একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। অজগরটি প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের। শুক্রবার (২১ জুন) মধ্যরাতে লোহাগাড়ার চুনতির ডেপুটি পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফয়েজ আহমেদ নামে একজনের বসতঘরের সামনে ছোট একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করেন। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বলেন, অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয়। দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, রাসেলস ভাইপার কামড়ালে ১০০ মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়।
আরএমএন/এসকেডি