ঈদের দ্বিতীয় দিন
দক্ষিণ সিটির শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের সবগুলোর ওয়ার্ড থেকে ঈদের দ্বিতীয় দিন দেওয়া কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাতে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, সর্বশেষ রাত ৯.৪৫ টায় তিন নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে আজ কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ঈদের ২য় দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪০০৯ টন বর্জ্য অপসারণের মাধ্যমে সব বর্জ্য অপসারণ করা হয়।
বিকেল সাড়ে ৫টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২১০১ ট্রিপে প্রায় ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এআর/কেএ