দুই দিনে ১২ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা
রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ২ দিনে ১২ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বিজ্ঞাপন
মেয়র বলেন, এবার কোরবানির হাট ও কোরবানি উপলক্ষ্যে জবাই করা পশুর বর্জ্য অপসারণে আমাদের ১০ হাজার ২৪৭ জন জনবল নিয়োজিত ছিল। এছাড়াও বর্জ্য অপসারণ কার্যক্রমে সর্বমোট ৫৬০টি যান-যন্ত্রপাতি নিয়োজিত ছিল। পাশাপাশি ৪০ টন ব্লিচিং পাউডার, ২২২ গ্যালন স্যাভলন (প্রতি গ্যালনে ৫ লিটার করে) ও ১ লাখ ৪০ হাজার পচনশীল থলে (বায়োডিগ্রেডেবল ব্যাগ) সরবরাহ করা হয়েছিল। সার্বিক সমন্বয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সচিত্র তদারকিসহ অন্যান্য কার্যক্রম সুচারুভাবে সম্পাদনে মোট ৪টি কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্যমাত্রার আগেই বর্জ্য অপসারণ হয়েছে দাবি করে তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টার লক্ষ্যমাত্রা দেওয়া হলেও ১ম দিনে তা ১০ ঘণ্টা ১৫ মিনিটে সম্পন্ন করা হয়েছে এবং ২য় দিনে বিকেল ৫টা পর্যন্ত সময়ে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৯টি ওয়ার্ড থেকে জবাই করা পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় গতকাল রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মামলায় ৫ মৌসুমে চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা। আজ রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ২১ হাজার টাকা ও জয়কালী মন্দির এলাকায় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে গত ২ দিনে ১২ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআই/এসকেডি