ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা শহর এখন প্রায় ফাঁকা। তবে, স্থায়ী বাসিন্দা ছাড়াও রাজধানীতে রয়ে গেছেন অনেক মানুষ। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন তারা। কেউ যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে হাতিরঝিল এলাকায় সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে দলবেঁধে এসেছেন মানুষজন। কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। কেউ বসে রয়েছেন, আবার কেউ ফুচকা কিংবা চটপটি খাচ্ছেন।

আরও দেখা যায়, হাতিরঝিলের বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীরা বসে গল্প করছেন। আবার অনেক তরুণ-তরুণী দলবেঁধে হাতিরঝিল এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ছোট শিশুরা সব থেকে বেশি আনন্দ উপভোগ করছে। তারা দৌড়াদৌড়ি ও বিভিন্ন খুনসুটিতে সময় পার করছে।

হাতিরঝিলে আসা মানুষজনকে কেন্দ্র করে জমে উঠেছে বিভিন্ন খাবারের ব্যবসা। চটপটি, ফুচকা, শরবত, আইসক্রিম ও বাদামসহ নানা ভাসমান দোকানে মানুষজনের ভিড় দেখা গেছে।

রাজধানীর বাসাবো এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন মো. আয়নাল। তিনি বলেন, প্রতিবারই ঈদ ঢাকাতে করা হয়। ঈদের ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে ভালো লাগে। গতকাল গিয়েছিলাম সংসদ ভবন এলাকায় ঘুরতে। আজকে এসেছি হাতিরঝিল এলাকায়। ভালোই লাগছে। বিনোদন কেন্দ্রগুলোতে আসলে বোঝা যায় ঢাকা শহরে অনেক মানুষ ঈদ করছে।

রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন মিনহাজ হোসেন। তিনি বলেন, গতকাল কোরবানির কাজে ব্যস্ত ছিলাম। সারাদিন কোথাও বের হতে পারিনি। আজকেও দুপুর পর্যন্ত নানা কাজে ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম বিকেলে একটু হাতিরঝিল ঘুরে যাই। এসে ভালোই লাগছে।

এদিকে, অনেকে আবার হাতিরঝিলের লেকে ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরে বেড়াচ্ছেন। গুলশান লিঙ্ক রোড থেকে জনপ্রতি ৮০ টাকা প্যাকেজে আধা ঘণ্টা ওয়াটার ট্যাক্সিতে চড়া যাচ্ছে।

তানিয়া রহমান, নয়ন মনি আক্তার, নুসরাত জাহান এই তিন বান্ধবী মিলে গুলশান গুদারাঘাট থেকে জনপ্রতি ৮০ টাকার প্যাকেজে আধা ঘণ্টা ঘুরেছেন ওয়াটার ট্যাক্সিতে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই তিন বান্ধবী বিকেল থেকে হাতিরঝিলের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করছেন।

তানিয়া রহমান বলেন, আমরা তিন বান্ধবী। আমাদের বাসা মালিবাগ এলাকায়। গতকাল মালিবাগ এলাকাতে রিকশা দিয়ে ঘোরাঘুরি করেছি। আজ এসেছি হাতিরঝিল এলাকায় ঘুরতে। ওয়াটার ট্যাক্সিতে উঠতে খুবই ভালো লাগছে। ওয়াটার ট্যাক্সিতে করে আমরা আধাঘণ্টা হাতিরঝিল লেকে ঘুরেছি। হাতিরঝিলে অনেক মানুষ বেড়াতে এসেছে। সবমিলিয়ে হাতিরঝিল এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

এমএসি/কেএ