দক্ষিণ সিটির ৪৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ
সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
সন্ধ্যায় ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো, ১, ৪, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৩, ২৫-৩৩, ৩৫-৪১, ৪৩, ৪৫-৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯-৭৩, ৭৫ নম্বর ওয়ার্ড।
বিজ্ঞাপন
এর আগে রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার প্রায় ৯০ ভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি জানান, সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৮টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলো হলো ১০, ১১, ১২, ২১, ২৪ ও ২৫। এসব ওয়ার্ডের বর্জ্য অপসারণ কাজ চলমান।
এআর/এসকেডি