ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় ঢাকা মহানগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত
ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহার সব জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, সোমবার সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এমএসি/জেডএস