ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ
রাজধানীর সূত্রাপুরের শওকত হোসেন সুমন (৪১) নামে এক ব্যবসায়ীর চুরি হওয়া ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, গত ১২ জুন ব্যবসায়ী সুমন কোর্টে হাজিরা দেওয়ার জন্য পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এ সময় তিনি তার হাসপাতালের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নগদ ৫২ লাখ টাকা বহন করেন। টাকা গাড়িতে রেখে জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল (৩৬) সুযোগ বুঝে টাকা নিয়ে পালিয়ে যান।
অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবসায়ী সুমন ১৪ জুন রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। আসামির তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।
এ বিষয়ে ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নজরুল ইসলাম বলেন, আমরা বাদীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করি। আমরা আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।
এমএসি/এসকেডি