বিসিএস তথ্য ক্যাডার ছেড়ে নন-ক্যাডারের চাকরিতে যোগ দিচ্ছেন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস।

বৃহস্পতিবার (১৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস ৪১তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার সাবরেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন। সাব-রেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন অপরাহ্ণে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

কী কারণে বিসিএস তথ্য ক্যাডার ছেড়ে নন-ক্যাডারের চাকরিতে যোগ দিচ্ছেন, তা নিয়ে কথা বলতে চান না এ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার (১৫ জুন) তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি চাই না এ বিষয়ে সংবাদ প্রকাশিত হোক। 

এসএইচআর/এসকেডি