ফাইল ছবি

হজ ফ্লাইট সমাপ্তির পরেও বিশেষ ব্যবস্থাপনায় ২১ জনকে হজে নিয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইটে তাদের হজে পাঠানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, হজ ফ্লাইট শেষ হয়ে যাওয়ার কারণে ২১ জন হজযাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কোনো এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করতে রাজি হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহনে এগিয়ে আসে।

তিনি জানান, সবার সহযোগিতায় সৌদি আরব কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বিমানের শিডিউল ফ্লাইটে ২১ জন হজযাত্রীকে পরিবহন করা হয়।

প্রসঙ্গত, গত ১২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট পরিচালনা শেষ হয়েছিল।

এআর/এমজে