ঢাকায় শাখা অফিস খুলছে বাবর ফাউন্ডেশন
বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাবর ফাউন্ডেশন একটি সমঝোতা স্মারক সই করেছে। মূলত বাংলাদেশে একটি শাখা অফিস খুলতে এ সমঝোতা সই করেছে উভয়পক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুন) তাসখন্দে এ চুক্তি সই করা হয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের উপস্থিতিতে আন্তর্জাতিক বাবর ফাউন্ডেশনের চেয়ারম্যান জোকিরজান মাশরাবভ ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমঝোতা স্মারক সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহম্মদ বাবর দর্শন প্রচারের লক্ষ্যে বিশেষ করে, তার অবদান ও প্রচারের জন্য ঢাকায় অফিস খুলতে সম্মত হয়েছে আন্তর্জাতিক বাবর ফাউন্ডেশন।
প্রসঙ্গত, ১৪৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজানে জন্ম হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের।
এনআই/জেডএস