ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন করেছে ব্রিটিশ হাইকমিশন। বুধবার (১২ জুন) ঢাকার একটি হোটেলে রাজার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, সংসদ, কূটনৈতিক, ব্যবসায়, বাণিজ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন, শিল্প, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া ক্ষেত্রের প্রতিনিধিরা উদযাপনে যোগ দেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের জন্য এই সংবর্ধনার আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এটি আমাদের গভীরভাবে ভাগাভাগি করা ইতিহাস, শক্তিশালী সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগ, কমনওয়েলথ সম্পর্কের পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্ব উদযাপন করারও একটি সুযোগ।

প্রসঙ্গত, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ১৯৪৮ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনের পাবলিক উদযাপন হিসেবে ১৭ জুন একই বছরে দ্বিতীয়বারের মতো জন্মদিন পালন করেন তিনি। রাজা  কমনওয়েলথের প্রধান হওয়ায় ৫৬টি দেশেও তার জন্মদিন উদযাপিত হয়ে থাকে।

এনআই/এমএসএ