চলমান বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১১৯ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বুধবার (১২ জুন) রাতে নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৭ লাখ ৯০ হাজার ৬৩০ মিটার অবৈধ জাল, ২৫২ কেজি মাছ এবং বিভিন্ন প্রজাতির এক লাখ ৮৫ হাজার ৫০০ পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এ দিন নৌ পুলিশ নদী থেকে পঁচিশটি ঝোপ ধ্বংস করে।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪২টি বাল্কহেড আটক করা হয়। অবৈধ জাল দিয়ে মাছ ধরার জন্য ৫৯টি নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়।

অভিযানে ১১৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নয়টি, বেপরোয়া গতির নৌযান আইনে দুইটি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নয়টি মামলাসহ মোট ১৭টি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, সুনামগঞ্জের ছাতকে ২১০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে নৌ পুলিশ। মুন্সীগঞ্জে নৌ পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া দশ বছরের এক শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিশোরগঞ্জের মিঠামইন নৌ পুলিশ ফাঁড়ি নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/কেএ