শফী হত্যা মামলার বাদী মো. মঈন উদ্দিন

জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জিডি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মো. মঈন উদ্দিন। তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

রোববার (২ মে) বিকেল তিনটার দিকে পাঁচলাইশ থানায় জিডিটি করেন মো. মঈন উদ্দিন। জিডি নম্বর ৮১। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।  

মো. মঈন উদ্দিন প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক। মো. মঈন উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। পুলিশ সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জিডিতে মঈন উদ্দিন উল্লেখ করেছেন, তিনি আদালতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যাকারীদের বিরুদ্ধে সিআর মামলা নং ৫২৯ দায়ের করেন। মামলাটি তদন্ত করছে পিবিআই। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার গতিবিধি অনুসরণ করছে। এছাড়া পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় তার বাসার গলির আশেপাশে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। যার কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

গত ১২ এপ্রিল হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এতে হেফাজতের বর্তমান আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মঈন উদ্দিন মামলাটি দায়ের করেছিলেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শফী মারা যান।

কেএম/আরএইচ