জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা দেশে জনসংখ্যার অনুপাতে করদাতার সংখ্যা কম। স্থানীয় পর্যায়ে কর প্রদানের জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে হবে।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাজেট হেল্প ডেস্ক ২০২৪- এর আওতায় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা সারা দেশে টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার) নেটের আওতায় কর আহরণ ও কর প্রদানে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংসদ সদস্যরা বাজেট ডিব্রিফিং সেশনে অংশ নিয়ে অধিবেশনে বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারেন।

তিনি বলেন, আয়কর মেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যেতে হবে। স্থানীয় সরকার পর্যায়ে আয়কর প্রতিনিধির মাধ্যমে হেল্পডেস্ক তৈরি করলে তৃণমূল পর্যায়ে রাজস্ব আহরণ সহজতর ও ফলপ্রসূ হবে।

সেশনে সংসদ সদস্য মো. শাহরিয়ার আলম, কানন আরা, দৌপদী দেবী আগরওয়ালা, নূর মোহাম্মদ, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

ওএফএ/এমজে