ডিসি হারুনসহ পদোন্নতি পেলেন ঢাকার ৭ এসপি
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ পদোন্নতি পেয়েছেন ঢাকায় কর্মরত ৭ জন পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার কর্মকর্তা। পদোন্নতি পেয়ে তারা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন।
রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
তেজগাঁওয়ের ডিসির দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি আলোচিত অভিযান পরিচালনা করেন ডিসি হারুন অর রশীদ। হেফাজত নেতা মামুনুল হক ও করোনার টেস্ট নিয়ে দুর্নীতি মামলার ড. সাবরিনা তারই অভিযানে গ্রেফতার হন।
ডিসি হারুন ছাড়া পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন- সিআইডির মো. সাইফুল ইসলাম, ডিএমপির মো. আনিসুর রহমান, ডিএমপির নুরুল ইসলাম, ডিএমপির বিপ্লব বিজয় তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মনিরুজ্জামান এবং পুলিশ সদরদফতরের শেখ রফিকুল ইসলাম।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এআর/এইচকে