আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে ১৬২টি যাত্রীবাহী কোচ অতিরিক্ত সংযোজন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৬০টি ব্রডগেজ ও ১০২টি মিটার গেজ লাইনের কোচ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী— এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। এসব কোচের আসনের টিকিট কিনতে পাওয়া যাবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে। আর সব আসনের টিকিট বিক্রি করা হবে অনলাইনে।

বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।

বিভাগীয় সূত্রে জানা যায়, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে অতিরিক্ত কোচের টিকিট অনলাইনে অটোরিলিজ হয়ে যাবে।

আগামীকাল ১২ জুন থেকে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

এমএইচএন/এমজে