পদোন্নতি পেয়ে একজন হলেন সিনিয়র সচিব, আরেকজন সচিব
প্রশাসনে একজন সচিবকে সিনিয়র সচিব এবং একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
পদোন্নতির পর তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
এসএইচআর/এসকেডি