আক্তারুজ্জামান শাহীন/ ছবি: সংগৃহীত

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ জুন) রাজধানীর গুলশানে শাহীনের ভাড়া বাসার গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। গাড়ি দুটির মধ্যে একটি সাদা প্রাডো মডেলের, অন্যটি মাইক্রোবাস।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, শাহিনের গুলশানের বাসা থেকে শনিবার বিকেলে ডিবির একটি দল অভিযান চালায়। বাসার গ্যারেজে থাকা সাদা রঙের একটি প্রাডো ও সাদা রঙের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, দেড় বছর আগে গুলশান-২ নম্বরের ৬৫ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন শাহিন। ঢাকায় থাকলে গাড়ি দুটি ব্যবহার করতেন শাহিন।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনার। ১৩ মে বন্ধু গোপালের বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি এসএমএসে বলছিলেন দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে ফোন না দিতে বলেন।

পরে ১৮ মে ভারতে নিখোঁজের জিডি করা হয়। ২২ মে ভারতের কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে বলে জানায় কলকাতার সিআইডি।

এমএসি/এমএ