ঈদ যাত্রায় শুধুমাত্র ঢাকা শহরের ভেতরের একটি স্টেশন থেকে ওঠা যাবে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসে। ১২ জুন থেকে ট্রেন ২টি শুধু ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। তবে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না। ফলে এই দুটি ট্রেনের যাত্রীদের শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদযাত্রায় ভিড় এড়িয়ে যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার জন্য আগামী ১২ জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ‘ঢাকা রেলওয়ে স্টেশনে’র পরিবর্তে ‘ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন’ থেকে চলাচল করবে। ওই ট্রেন দুটি ‘বিমানবন্দর স্টেশনে’ যাত্রা বিরতি করবে না।

আরও বলা হয়, সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে যাত্রা আরম্ভ করবে। ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

এমএইচএন/এসএম