রাজধানীর আদাবরের বেড়িবাঁধে কেমিক্যাল ড্রামের লিকেজ থেকে নিঃসরিত বিষাক্ত গ্যাসে কবির হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। বর্তমানে আদাবর এলাকায় মামাতো ভাইয়ের বাসায় থাকতেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই রুহুল আমিন জানান, কবির গত কয়েকদিন আগে ঢাকায় আমার বাসায় বেড়াতে আসে। আজ সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বের হয়েছিল। এমন সময় একটি ভাঙারির দোকানের পাশের মেইন রোডে কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। এসময় ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। আমার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়ে। পরে  দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

চিকিৎসকের বরাত দিয়ে কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এ এস আই) মো. মাসুদ। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএ