জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হট্টগোল হয়েছে। ওই সভায় জনশক্তি রপ্তানি বিষয়ে সংগঠনের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা নিয়ে হৈচৈ এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়রার ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘটনা ঘ‌টে।

বায়রা জনসংযোগ কর্মকর্তা মো. আবুল হোসেন স্বাক্ষরিত ‘৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পর্কে বায়রা’ শীর্ষক এক বিবৃতিতে সোমবার রাতে জানান হয়, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ১০ জুন নির্ধারিত সময়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার।

আলোচ্যসূচি অনুযায়ী মহাসচিবের বার্ষিক প্রতিবেদন, ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং সংশোধিত ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন, অডিটর নিয়োগ বিষয়ে আলোচনা ও অনুমোদনের পর বিবিধ আলোচনার একপর্যায়ে মত-দ্বিমতকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। বায়রার নির্বাচনকে সামনে রেখে কোনো কোনো বক্তা নিজেদের ব্যক্তিগত ইস্যু নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করলে সভাপতি আলোচ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে কিছুসংখ্যক সদস্য পরিকল্পিতভাবে হৈচৈ শুরু করে উদ্দেশ্যমূলকভাবে সাধারণ সভার স্থল ত্যাগ করেন।

এরপরও সভার কার্যক্রম চলমান থাকে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সফল পরিসমাপ্তি হয়। সভা শেষে সভাপতি বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) সফল ও সার্থক করার জন্য উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

এনআই/এসএসএইচ