নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ৭ জন কর্মকর্তা। 

রোববার (৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ করা হলো। 

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এসএইচআর/জেডএস