বাহরাইনে বাংলাদেশের অনাবাসিক প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামানের স‌ঙ্গে বৈঠক ক‌রেছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস।

রোববার (৯ জুন) মানামার বাংলাদেশ দূতাবা‌সে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবা‌স জানায়, বাহরাইনে বাংলাদেশের অনাবাসিক প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামানকে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস বাংলাদেশ দূতাবাসে স্বাগত জানান। বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক অধিকতর উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামান বাহরাইনের পাশাপাশি কুয়েতে আবাসিক প্রতিরক্ষা অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করছেন। বাহরাইনে তার এ সংক্ষিপ্ত সফরে বাহরাইনের প্রতিরক্ষা সেক্টরের উর্ধতন কর্মকর্তাগণের সঙ্গে বেশ ক‌য়েক‌টি বৈঠক করার কথা রয়েছে।

এনআই/এমএসএ