সিলেটের চামেলীবাগে টিলা ধস, উদ্ধারকাজে সেনাবাহিনী
সিলেটের চামেলীবাগের টিলা ধসের ঘটনায় উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সিলেটের চামেলীবাগের টিলা ধসের ঘটনায় উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিন সকাল ৬টার দিকে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আটকে পড়া তিনজন হলেন- আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মি আক্তার রুজি ও ১৫ মাস বয়সের শিশু তানিম।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এমএসি/মাসুদ আহমদ রনি/পিএইচ