ঢামেকে জাল নোট দিয়ে প্রতারণা, তরুণ হাতেনাতে ধরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানের পকেট গেট থেকে জাল নোটসহ শাকিল মিয়া (২২) নামে এক যুবককে হাতেনাতে ধরেছেন আনসার সদস্যরা।
রোববার (৯জুন) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শাকিল মাগুরার মোহাম্মদপুর থানার কাউরা গ্রামের ফিরোজ আলমের ছেলে। তিনি শনির আখড়া এলাকায় থাকেন।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, আজ রাতে ওই যুবক ঘটনাস্থলে ফারিজ নামে এক রোগীর স্বজনকে ১০০০ টাকার একটি নোট দিয়ে ভাংতি চান। তখন ওই নোটটি হাতে নিয়ে ফারিজ বুঝতে পারেন এটি একটি জাল নোট। কিছুক্ষণ আগে অভিযুক্ত শাকিল একই কায়দায় নূর হোসেন নামে আরেকজন ব্যক্তির কাছে একটি ১০০০ টাকার নোট ভাংতি চান। পরে তিনি ভাংতি দেন। এর কিছুক্ষণ পরেই নূর হোসেন বুঝতে পারেন এটি জাল নোট।
তিনি বলেন, ঢামেক হাসপাতাল বাগানের পকেট গেটে অভিযুক্ত শাকিলকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি স্বীকার করেন। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপার্দ করি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, অভিযুক্ত ওই যুবককে দুইটি ১০০০ টাকার জাল নোটসহ ঢামেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা আমাদের ক্যাম্পে নিয়ে আসেন। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।
এসএএ/কেএ