ড্রেজিং নীতিমালা : দুই মন্ত্রণালয়কে সমন্বয় করার নির্দেশ
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’র খসড়া উপস্থাপন করেছিল পানিসম্পদ মন্ত্রণালয়। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের এ ধরনের একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালার সঙ্গে সমন্বয় করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নীতিমালার উদ্যোক্তা ছিল পানিসম্পদ মন্ত্রণালয়। এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি সেই ড্রেজিংটা করায় ৩টি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যে ম্যাটেরিয়াল আছে সেটি কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেটি নিয়েই তারা নীতি নিয়ে এসেছে।
তিনি বলেন, আজকে দেখা গেল যে একই ধরনের একটি নীতিমালা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, তাদেরও আছে। তখন মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবেন।
এসএইচআর/জেডএস