ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে একটি নির্মাণাধীন ভবনে মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তারেক হোসেন (২৫) নামে রড মিস্ত্রির সহকারী মৃত্যু হয়েছে।
নিহত তারেকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাটিপোড়া গ্রামে। তিনি ওই এলাকার সরোয়ার হোসেনের ছেলে ছিল।
বিজ্ঞাপন
রোববার (২ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল হক বলেন, নিহত তারেক আমার সহকারী। ডেমরার স্টাফ কোয়াটার কিউট গেট কোম্পানির ভেতরে নির্মাণাধীন ভবনে রডের কাজ করছিলাম। এ সময় তাকে পানির মোটর ছাড়তে বলা হয়। পানির মোটর ছাড়তে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসকেডি