ঢামেকের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক। তিনি জানান, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বাইরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির হোটেলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিল।
এসএএ/জেডএস