রাজধানীর মতিঝিল ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে আর্ট পেপারের রিম গায়ে পড়ে তুষার গাইন (২০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নেওয়া প্রেস মালিক সম্রাট সরকার জানান, আজ জুমার দিন হওয়ায় প্রেসে কাজকর্ম বন্ধ ছিল। বিকেলে খাওয়া-দাওয়া শেষে প্রেসে ঘুমিয়ে ছিল তুষার। বেশ কিছু সময় পার হলে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রেসে ঢুকে দেখি আর্ট পেপারের রিমের নিচে পড়ে আছে সে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি বলেন, আমাদের ধারণা ঘুমন্ত অবস্থায় তাক করে রাখা আর্ট পেপার পিছলে তার গায়ের ওপর পড়ে এ ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তুষারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ