সড়ক দুর্ঘটনায় পূর্বাচল-আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার নিহত
ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পূর্বাচল-আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার আবু বকর ভূঁইয়া পায়েল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সোয়া ৯টার দিকে পায়েল সোনারগাঁও থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে আসার পথে গাউছিয়ার সন্নিকটে গোলাকান্দাইলে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভুলতার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পায়েল অত্যন্ত সদালাপী বন্ধু বৎসল ও পরোপকারী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন সন্তান ও চার ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুরের গোয়ালদীতে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর, ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ইউএস-বাংলা গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আবু বকর ভূঁইয়া পায়েলের মৃত্যুতে ইউএস-বাংলা গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এমএ