ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশজুড়ে ভেঙে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা। তিন কোটি গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে চলে যান। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি। আগামীকালের (বুধবার)  মধ্যে ৮০ শতাংশ গ্রাহক বিদ্যুতের আওতায় আসবেন বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ মে) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড় রেমালের কারণে পল্লী বিদ্যুতের ৩ কোটি ৩ লক্ষ ৯ হাজার ৭০২ জন গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। এর মধ্যে ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২ জন গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে। আর ঘূর্ণিঝড়ে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতি হয়েছে ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

বার্তায় আরও বলা হয়, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পল্লী বিদ্যুতের ৩০ হাজার জনবল মাঠে কাজ করেছে। আজ সন্ধ্যা নাগাদ ৫০ শতাংশ গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা শুরু  হয়েছে। রাতের মধ্যে ৬০ শতাংশ ও আগামীকালের মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে।

অপরদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ গ্রাহককে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৭০২ টাকা।

ওএফএ/এসকেডি