ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কিশমিশ ও কসমেটিকস জব্দসহ এক চোরাকারবারিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশের এসপি আনোয়ার হোসেন জানান, আজ সোমবার (২৭ মে) দুপুরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলস্টেশনের ১নং প্লাটফর্মে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক চিহ্নিত চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি বস্তায় ১০০ প্যাকেট ১০০ কেজি ভারতীয় কিশমিশ এবং অন্য একটি বস্তায় ১৬টি বক্সে ৪৭৯ পিস স্কিন সাইন ভারতীয় ক্রিম জব্দ করা হয়। জব্দ করা পণ্যের দাম আনুমানিক ২০ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা-ভারত সীমান্ত থেকে চোরাই পথে ভারতীয় কসমেটিকস ও কিশমিশ/মসলা পাচার করে বেশি দামে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে আগেও ভৈরব রেলওয়ে থানায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগের একটি মামলা রয়েছে।

জেইউ/এসএসএইচ