রাজধানীর মুগদা ও টিকাটুলিতে অবৈধ আইএসপি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় অনুমোদন নেই এমন রাউটার, সার্ভারসহ বিভিন্ন টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সংস্থাটির একটি টিম র‍্যাব-৩ এর সদস্যদের সহায়তায় রাজধানীর মুগদা ও টিকাটুলি এলাকায় অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায়।

এসময় দেখা যায়, একটি প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন না করেই মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। পরে তাদের কার্যক্রম বন্ধ করে মুগদা ও টিকাটুলি অফিস থেকে একটি রাউটার, দুটি সার্ভার ও ছয়টি সুইচ জব্দ করা হয়।

বিটিআরসি বলছে, অবৈধ ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আর গ্রাহকদেরও বিটিআরসির লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

আরএইচটি/এসএসএইচ