বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২১ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় উদ্ধার হওয়া ৪৩৪ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার(মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১৬ লাখ ৮৫ হাজার ৫৪০ মিটার অবৈধ জাল, ৪৩৪ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির এক লাখ ১৩ হাজার পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়।

এ ছাড়া, ১৩টি ঝোপ ধ্বংস করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ছয়টি বাল্কহেড আটক করা হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য ছয়টি নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার চট্টগ্রামের বিভিন্ন মৎস্য আড়ত ও বরফকলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বরফ ধ্বংস করে নৌ পুলিশ।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

জেইউ/এমজে