কলা-রুটি বিতরণ করায় যুবকের ৭ দিনের জেল
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় প্রদীপ কুমার নাথ ওরফে লক্ষণকে সাত দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ মে) হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
বিজ্ঞাপন
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ ওরফে লক্ষণ নামে এক ব্যক্তিকে বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন
এ ছাড়া জব্দ করা প্রায় ৩০০ পিস কলা ও ৩০০ পিস বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
আরএমএন/এসএসএইচ