জ্ঞাত আয় বহির্ভূত প্রায় অর্ধকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ মে) দুদকের গাজীপুর জেলার উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর খান ২০০৩ সালের জুলাই মাসে রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৩ সাল থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চাকরিতে থাকাকালীন জ্ঞাত আয়বহির্ভূত অঢেল সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অনুসন্ধানের সময় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ৫৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পত্তি এবং ৭৫ হাজার ৮১১ টাকার অস্থাবর সম্পত্তিসহ মোট ৫৫ লাখ ১৯ হাজার ৪১১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পায় দুদক। এ ছাড়া ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৪০ লাখ ৫৫ হাজার ৫৭৮ টাকা আয় করেন। তার কাছে সঞ্চয়ের ৬ লাখ টাকার হিসাব দিলেও অতিরিক্ত ৪৯ লাখ ১৯ হাজার ৪১১ টাকার সম্পদের ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি সরকারি চাকরিতে থেকে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন, যা দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

আরএম/এসএসএইচ